ফের বহরমপুরে আয়কর দফতরের হানা। সম্প্রতি জাকির হোসেনের একাধিক বিড়ি কারখানায় আয়কর তল্লাশি চলে। এদিন ফের বহরমপুরে অভিযানে আয়কর দফতর। সূত্রের খবর, এদিন মুর্শিদাবাদের অন্যতম বড় বিড়ি ফ্যাক্টরিতে হানা দিয়েছে আয়কর দফতর। ফের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের নজরে মুর্শিদাবাদের বিড়ির ব্যবসা। জানা গিয়েছে, বুধবার সকালে বহরমপুরে এবার অওরঙ্গাবাদে পতাকা বিড়ির ফ্যাক্টরিতে হানা দিয়েছে আয়কর দফতর। ইনকাম ট্যাক্সের হানায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বুধবার সকাল সকাল সুতির অওরঙ্গাবাদে অবস্থিত পতাকা বিড়ি কোম্পানির অফিসে হানা দেয়. আয়কর দফতরের আধিকারিকরা। বিড়ি ব্যবসায় অন্যতম বড় সংস্থা এই পতাকা বিড়ি বলে দাবি ব্যবসায়ীদের। বেশ কয়েকটি গাড়িতে করে পতাকা বিড়ি-র অফিসে আসেন তারা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে প্রথমেই অফিস ঘিরে ফেলা হয়। তারপরেই শুরু হয় আয়কর দফতরের তল্লাশি অভিযান। উল্লেখ করা যেতে পারে, মাস খানেক আগেই সুতিতে বিধায়ক জাকির হোসেনের বাড়ি, গোডাউনে তল্লাশি চালায় আয়কর দফতর।