দেশ

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল বিধায়ক গুরুপদ মেটের

করোনায় মৃত্যু হল ইন্দাসের বিধায়ক গুরুপদ মেটের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। বাঁকুড়ার ইন্দাস বিধানসভার দুবারের বিধায়ক ছিলেন তিনি।  বেশ কিছুদিন আগে তিনি করোনায় আক্রান্ত হন।  প্রথমে ওন্দা কোভিড হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।  পরে শারিরীক অবস্থার অবনতি ঘটায় তাঁকে নিয়ে যাওয়া হয় হাওড়ার একটি হাসপাতালে। বৃহস্পতিবার  সন্ধ্যে ৬ টা ৫ মিনিট নাগাদ সেখানেই তাঁর মৃত্যু হয় বলে খবর। বিধায়কের পরিবার সূত্রে খবর, ১৬ সেপ্টেম্বর তাঁর জ্বর সর্দি হয়। ২১ সেপ্টেম্বর করোনা টেস্ট  করালে রিপোর্ট পজিটভ আসে। ২২ তারিখ সকালে ভর্তি হন ওন্দা কোভিড হাসপাতালে। এরপর বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়। বাঁকুড়ার ইন্দাস বিধানসভার দুবারের বিধায়ক ছিলেন গুরুপদ মেটে। দলীয় সৈনিকের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক শোকবার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, “বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক  গুরুপদ মেটের প্রয়াণে আমি গভীর শোকপ্রকাশ করছি। তিনি আজ হাওড়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৫২ বছর। তিনি ২০১১ থেকে ইন্দাস বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক জগতে শূন্যতার সৃষ্টি হল। আমি গুরুপদ মেটের পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”