অবশেষে কাটল সেমিফাইনালের অভিশাপ! নিউজিল্যান্ডকে প্রথম সেমিফাইনালে ৭০ রানে হারিয়ে ২০১৯ বিশ্বকাপের প্রতিশোধ অবশেষে নিল রোহিত শর্মার দল।ওয়াংখেড়েতে বিশ্বকাপ সেমিফাইনাল ঘটনায় ভরপুর। একে তো বিরাট কোহলি ৫০তম একদিনের সেঞ্চুরি করে ফেললেন। তার উপর আবারও সেঞ্চুরি করলেন শ্রেয়স আইয়ার। ভারত ৩৯৭ রানের পাহাড় দাঁড় করাল নিউজিল্যান্ডের জন্য। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ড ৩৯৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৮.৫ ওভারেই ৩২৭ রানে অলআউট হয়ে যায়। মহম্মদ শামি দুর্দান্ত বোলিং করে ৭ উইকেট নিয়ে গোটা কিউইদলের আত্মবিশ্বাস ভেঙ্গে দেন। বিশ্বকাপে সবচেয়ে দ্রুত ৫০ উইকেট নেওয়ার রেকর্ডও গড়েন তিনি। বাকী কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ ও যশপ্রীত বুমরাহ একটি করে উইকেট নিয়ে খেলা শেষ করেন। নিউজিল্যান্ডের হয়ে ড্যারিল মিচেল একা লড়াই চালিয়ে যান এবং সেঞ্চুরি হাঁকিয়েছেন। এই প্রথম কোনও দল এবারের বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ৩০০ রানের গণ্ডি পেরোল। নিউজিল্যান্ডকে একটা সময় ভরসা জোগাচ্ছেল কেন উইলিয়ামসন ও ড্যারেচ মিচেল জুটি। তবে সেই জুটি ভাঙলেন সেই শামি। একে একে সাতটা উইকেট তুলে নিলেন বাংলার পেসার শামি।