খেলা

এশিয়া কাপে পাকিস্তানকে ৫ উইকেটে হারালো ভারত

পাকিস্তান ১৪৭ (২০ ওভারে), ভারত ১৪৮-৫ (১৯.৪ ওভারে)

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান মহাযুদ্ধে শেষ হাসি হাসল ভারত। রবিবাসারীয় হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারালো ভারত।  এশিয়াকাপে রবিবারের মহারণে ভারতীয়দের বোলিং এবং ফিল্ডিং দেখে একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল, প্রতিপক্ষ পাকিস্তানকে খুব কম রানের মধ্যে বেঁধে রাখার টার্গেট নিয়েই তারা মাঠে নেমেছে। এই খবর যখন লেখা হচ্ছে তখন দলের স্কোর ছয় উইকেটের বিনিময়ে ১১৩। ওপেনার মহম্মদ রিজওয়ান কিছুটা সফল হলেও বাবর আজম ব্যর্থ। ভারতীয় বোলারদের পেস আর ঘূর্নির সামনে বাকিরা কেউ দাঁড়াতেই পারেনি। রিজওয়ানের পর দ্বিতীয় সর্বোচ্চ রান ইফতিখর আহমেদের। ২২ বলে ২৮ রান। স্ট্রাইকিং রেট ১২৭.৭৭। শুরু থেকেই ভারতীয় বোলাররা প্রতিপক্ষের ব্যাটসম্যানদের আষ্টে-পৃষ্ঠে বেঁধে ফেলতে শুরু করে। টার্গেট ছিল আজম এবং রিজওয়ানকে দ্রুত প্যাভিলিয়নে ফেরত পাঠানো। আজমের ক্ষেত্রে সেই কাজ খুব কম সময়ের মধ্যে করে ফেলেন ভুবনেশ্বর কুমার। আর রিজওয়ান ফিরে যাওয়ায় বাকিদের দ্রুত প্যাভিলিয়নে ফেরত পাঠাতে খুব বেশি সময় লাগেনি। সেটা স্কোরবোর্ডের দিকে তাকালে স্পষ্ট হবে।

সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান (রিজওয়ান ৪৩, ইফতিকার ২৮, বাবর ১০, ভুবি ৪-২৬, হার্দিক ৩-২৫, অর্শদীপ ২-৩৩)। ভারত ১৪৮-৫ (হার্দিক নট আউট ৩৩, জাডেজা ৩৫, বিরাট ৩৫, নওয়াজ ৩-৩৩, নাসিম ২-২৭)।