খেলা

শ্রীলঙ্কাকে ৬৭ রানে হারালো বিরাট বাহিনী

প্রথম একদিনের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬৭ রানে জয় পেল টিম ইন্ডিয়া। ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স বিরাট কোহলি, রোহিত শর্মা, শুবমান গিল, উমরান মালিক, মহম্মদ সিরাজদের। এই জয়ের ফলে ৩ ম্যাচে সিরিজে ১-০ ব্যবধানে লিড নিল ভারতীয় দল। ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। শুবমান গিলের সঙ্গে ইনিংসের শুরু করেন অধিনায়ক রোহিত শর্মা। একদিকে আক্রণাত্মক ব্যাটিং করেন রোহিত, অপরদিকে ঠান্ডা মাথায় ইনিংস এগিয়ে নিয়ে যান শুবমান গিল। ১৪৩ রানের পার্টনারশিপ করেন রোহিত শর্মা ও শুবমান গিল। ৭০ রান করেন শুবমান গিল ও ৮৩ রান করেন রোহিত শর্মা। রোহিত-গিলের তৈরি করা শক্ত ভিতের উপর নিজের আরও স্পেশাল ইনিংস খেলেন বিরাট কোহলি। বিরাট কোহলির ব্যাটে ভর করে বিশাল স্কোর করে ভারত। একদিনের ক্রিকেটে কেরিয়ারের ৪৫ তম শতরান রান করেন বিরাট কোহলি। ৮৭ বলে ১১৩ রানের ইনিংস খেলে কাসুন রাজিথার বলে আউট হন বিরাট কোহলি। ১২টি চার ও ১টি ছয়ে সাজানো তার ইনিংস। এছাড়া ভারতের হয়ে কেএ রাহুল করেন ৩৯ রান, শ্রেয়স আইয়র করেন ২৮ রান, হার্দিক পান্ডিয়া করেন ১৪ রান। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৭৩ রান করে ভারত। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন কুশল রাজিথা। জয়ের জন্য শ্রীলঙ্কার টার্গেট ৩৭৪ রান। রান তাড়া করতে নেমে প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। সেখানে থেকে দাসুনশানাকার দুরন্ত শতরান, পাথুম নিসাঙ্কার ৭২, ধনঞ্জয়া ডি সিলভা ৪৭ রানের লড়াকু ইনিংসের সৌজন্য সম্মানজনক স্কোর করে শ্রীলঙ্কা। সর্বোচ্চ ১০৮ রান করেন শানাকা। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৬ রান করে শ্রীলঙ্কা। ভারতের হয়ে এদিন অনবদ্য বোলিং করেন কাশ্মীর এক্সপ্রেস উমরান মালিক। সর্বোচ্চ ৩টি উইকেট নেন তিনি। এছাড়া ভারতের ২টি উইকেট নেন মহম্মদ সিরাজ। এছাড়া একটি করে উইকেট নেন মহম্মদ শামি, যুজবেন্দ্র চাহল, হার্দিক পান্ডিয়া।