ওভালের ঐতিহ্য বজায় থাকল। এদিন ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৫ রান ৷ ভারতের চার উইকেট ৷ সবমিলিয়ে এক রোমাঞ্চকর পঞ্চমদিনের অপেক্ষায় প্রহর গুনছিলেন ক্রিকেট অনুরাগীরা ৷ তাঁদের নিরাশ করল না সোমবারের কেনিংটন ওভাল ৷ আর ভারত-ইংল্য়ান্ড টেস্ট সিরিজের বিজয়া দশমীতে শেষ হাসি হাসল শুভমন গিলের ভারত ৷ শেষ হাসি হাসাই শুধু নয়, সিরিজ ড্র করে কলার উঁচিয়ে মাঠ ছাড়ল শুভমন গিলের টিম ইন্ডিয়া ৷ ৬ রানে জিতে টানটান থ্রিলারের যবনিকা টানলেন ভারতীয় বোলাররা ৷ সেইসঙ্গে সিরিজ ২-২ করল সফরকারী ভারতীয় দল ৷ ১৯ রানের মাথায় গতকাল শতরানকারী হ্য়ারি ব্রুককে জীবন দিয়েছিলেন ৷ কার্যত খলনায়ক বনে যাওয়া মহম্মদ সিরাজই ফের নায়কের আসনে সোমবার ৷ চাপের প্রেসার কুকারে থাকা ভারতীয় দলকে এনে দিলেন দিনের মূল্য়বান তিন উইকেট ৷ সেইসঙ্গে দ্বিতীয়বার সিরিজে ফাইফার জুড়ল তাঁর নামে ৷ ৩৭৪ রান তাড়া করতে নেমে ইংল্য়ান্ডের দ্বিতীয় ইনিংস থামল ৩৬৭ রানে ৷ অজিত ওয়াদেকর (১৯৭১), বিরাট কোহলির (২০২১) পর তৃতীয় ভারত অধিনায়ক হিসেবে ওভালে জয়ের স্বাদ পেলেন শুভমন গিল ৷ ব্য়াট হাতে অবিস্মরণীয় সিরিজের পর পঞ্চম টেস্টে এই জয় নিঃসন্দেহে অধিনায়ক হিসেবে তাঁর আত্মপ্রকাশ সিরিজে ‘চেরি অন কেক’ ৷ পঞ্চমদিন প্রথম ঘণ্টাতেই খেলার নিষ্পত্তি করে দিলেন ভারতীয় বোলাররা ৷ সিরাজের তিন উইকেটের পাশাপাশি একটি উইকেট গেল প্রসিদ্ধ কৃষ্ণার ঝুলিতে ৷ সবমিলিয়ে চতুর্থ ইনিংসে নয় উইকেট ভাগ করে নিলেন সিরাজ এবং কৃষ্ণা ৷ একটি উইকেট আকাশদীপের ঝুলিতে ৷ সবমিলিয়ে ভারতীয় বোলারদের দাপটে ম্লান হ্য়ারি ব্রুক এবং জো রুটের জোড়া শতরান ৷ রুট জানিয়েছিলেন, দলের প্রয়োজনে পঞ্চমদিন ভাঙা কাঁধ নিয়েও ব্য়াট হাতে নামবেন ক্রিস ওকস ৷ সেইমতো এদিন ক্রিজে নেমেছিলেন ইংরেজ পেসার ৷ কাঁধে অসহ্য যন্ত্রণা নিয়ে স্রেফ দৌড়ে যাওয়ার পণ করেছিলেন দেশকে জেতাতে ৷ কিন্তু শেষরক্ষা হল না ৷ ৮৬তম ওভারের প্রথম বল গুস অ্য়াটকিনসনের অফস্ট্যাম্প ছিটকে দিতেই বাঁধনহারা উচ্ছ্বাসে মাতল শুভমন গিল অ্যান্ড কোম্পানি ৷


