দেশ

ফের সীমান্তে ভারত-চিন সেনার হাতাহাতি, আহত বহু

 নাকু-লায় ভারত ও চিনের সেনার মধ্যে ফের হাতাহাতি হয়েছে। আর তাতে ২০ জন চিনা সেনা গুরুতর আহত বলেও জানা গিয়েছে। এদিকে, ভারতীয় সেনার ৪ জন জওয়ানও আহত। আপাতত প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। তবে ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, চিনা সেনার দিকে তারা এখনও নজর রেখেছে। এর পরও তারা কোনওরকম কাণ্ড ঘটানোর চেষ্টা করলে একইভাবে প্রতিহত করা হবে। ভারত ও চিনের মধ্যে সীমান্তের উত্তেজনা নিয়ন্ত্রণে আনার জন্য দুই দেশের সেনা আধিকারিকরা রবিবারও বৈঠকে বসেছিলেন। গভীর রাত পর্যন্ত চলে সেই বৈঠক। ১৫ ঘণ্টা ধরে চলা সেই বৈঠকে ভারতীয় সেনার তরফে প্রস্তাব দেওয়া হয়েছে, স্পর্শকাতর এলাকাগুলিতে ডি-এক্সেলেশন প্রক্রিয়া চিনকে এগোতে হবে। এছাড়া বেশ কিছু এলাকায় ডিসএনগেজমেন্ট-এর প্রস্তাবও দিয়েছে ভারতীয় সেনা। পূর্ব লাদাখ থেকে নিজেদের ১০ হাজার সেনা সরিয়েছে চিন। কিন্তু তার পরও নাকু-লা পাস দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করল তারা।

প্রতীকী ছবি।