সিরিয়া থেকে 75 জন নাগরিককে দেশে ফিরয়ে আনছে ভারত। বিদেশমন্ত্রক সূত্রে খবর, দামাস্কাস এবং বেইরুটে ভারতীয় দূতাবাসগুলির সঙ্গে যোগাযোগ করে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা হচ্ছে ৷ একই সঙ্গে পরিস্থিতির উপর নজর রাখছে ভারত সরকার ৷ মঙ্গলবার রাতে জারি করা এক বিবৃতিতে বিদেশমন্ত্রক জানিয়েছে, “ভারত সরকার সিরিয়া থেকে 75 জন ভারতীয় নাগরিককে সেই দেশের সাম্প্রতিক ঘটনাবলীর পরে দেশে ফিরিয়ে নিয়ে আসছে।” এঁদের মধ্যে জম্মু ও কাশ্মীরের 44 জন সিরিয়ার সাইদা জানাব অঞ্চলে আটকে পড়েছিলেন ৷ সব ভারতীয় নাগরিক নিরাপদে লেবাননে প্রবেশ করেছে বলেও জানানো হয়েছে ৷ সেখান থেকে বাণিজ্যিক বিমানে ভারতে ফিরে আনা হবে। বিদেশমন্ত্রক জোর দিয়ে জানিয়েছে, সরকার বিদেশে ভারতীয় নাগরিকদের সুরক্ষাকে অগ্রাধিকার দেয়। সিরিয়ায় থাকা যে কোনও ভারতীয় নাগরিককে দামাস্কাসে ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখারও পরামর্শ দেওয়া হয়েছে ৷ সেই সঙ্গে ভারত সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়েছে। বিবৃতি আরও বলা হয়েছে, “সিরিয়ায় থাকা ভারতীয় নাগরিকদের আপডেটের জন্য তাদের জরুরি হেল্পলাইন নম্বর +963 993385973 এবং ইমেল আইডি ([email protected])-এর মাধ্যমে দামাস্কাসে ভারতীয় দূতাবাসের সঙ্গো যোগাযোগে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।”