দেশ

আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল, জানাল ডিজিসিএ

করোনার নয়া স্ট্রেন ওমিক্রন জেরে আন্তর্জাতিক বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল ৷  আন্তর্জাতিক উড়ান ফের চালু হওয়ার কথা ছিল ১৫ ডিসেম্বর থেকে। সেই মর্মেই বিবৃতি দিয়েছিল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন বা ডিজিসিএ। কিন্তু দুনিয়া জুড়ে বাড়ছে করোনার নতুন প্রজাতি ওমিক্রনের সংক্রমণ। সেই কারণেই নিষেধাজ্ঞা তোলার জায়গায় আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হল।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ডিজিসিএ জানাল, কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, আন্তর্জাতিক কমার্শিয়াল যাত্রীবাহী উড়ানের ওপর নিষেধাজ্ঞা আগামী ৩১ জানুয়ারি রাত ১১টা ৫৯ পর্যন্ত জারি থাকবে।