বিনোদন

রাজস্থানের দুর্গে সম্পন্ন হল ‘ভিক্যাটে’র রাজকীয় বিয়ে, দেখুন সেই ছবি

প্রতীক্ষার অবসান। বৃহস্পতিবার গাঁটছড়া বাঁধলেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। ডিজাইনার সব্যসাচী মুখার্জির পোশাকে সেজেছেন ক্যাটরিনা ও ভিকি। জানা গিয়েছে, এদিন রাজস্থানের বারোয়ারা সিক্স সেন্স ফোর্টে বিয়ে সম্পন্ন হয়েছে তাঁদের। ডিজাইনার

সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইনার লাল রঙের পোশাকে নববধূর বেশে ও সাদা-বেইজ শেরওয়ানিতে দেখা গিয়েছে ভিকি কৌশলকে, জানা গিয়েছে এমনটাই। পাশাপাশি জানা গিয়েছে, বারোয়ারা ফোর্টের শীষমহলে তৈরি রাজকীয় মণ্ডপে সাত পাক ঘুরেছেন তাঁরা।

ভিন্টেজ গাড়িতে চড়ে বরযাত্রী নিয়ে হাজির হন অভিনেতা। এদিন কড়া নিরাপত্তায় মোরা হয়েছে রাজস্থানের ৭০০ বছর পুরনো এই দুর্গ। দায়িত্বে রয়েছেন উচ্চপদস্থ পুলিশ  আধিকারিকরা। রয়েছে বাউন্সার। বর-কনের জন্য ফোর্টের প্রধান ফটকের সামনে কালো

পোশাক পরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিগত দেহরক্ষী থেকে শুরু করে রয়েছে পুলিশবাহিনী। সেইসব পুলিশদের নির্দেশ দেওয়ার জন্য রয়েছেন দু’জন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকও। ঘিরে দেওয়া হয়েছে ব্যারিকেডও। এমনকি যাতে সংবাদমাধ্যমের ক্যামেরায় যাতে তাঁদের বিয়ের ছবি ধরা না পরে তাই বিয়ের মন্ডপের পিছনে পুরো অংশটুকুই অর্থাৎ কেল্লার পাঁচিল মোটা পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।