ব্রিটেনে বাণিজ্যচুক্তি সেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন দুই দিনের সফরে মলদ্বীপে রয়েছেন । শুক্রবার মলদ্বীপের রাজধানী মালেতে গিয়ে প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার নানা বিষয় নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার মলদ্বীপের ভায়েস-প্রেসিডেন্ট হুসেন মোহাম্মদ লতিফ-সহ দেশের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে তার বৈঠকে সে দেশের প্রতি তাঁর সমর্থন প্রকাশ করেছেন। দুই দেশের মধ্যে অংশীদারিত্ব আরও গভীর করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। তিনি হুসেন মোহাম্মদ লতিফের সঙ্গে ভারত-মলদ্বীপ সম্পর্কের মূল স্তম্ভগুলি নিয়ে আলোচনা করেছেন। তিনি ‘পিপলস পার্লামেন্ট’ (মলদ্বীপের সংসদ)-এর স্পিকার আব্দুল রহিম আবদুল্লাহর সঙ্গেও দেখা করেছেন। প্রধানমন্ত্রী মোদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ লিখেছেন যে, “আমাদের লক্ষ্য দেশের পরিকাঠামো, প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন, শক্তি ইত্যাদি ক্ষেত্রে একসঙ্গে কাজ করা। এটি আমাদের দেশের জনগণের জন্য খুবই উপকারী। আমরা আগামী বছরগুলিতে এই অংশীদারিত্ব আরও গভীর করার জন্য উন্মুখ।” প্রধানমন্ত্রী মোদি বলেন, “আমরা ভারত ও মলদ্বীপের মধ্যে গভীর বন্ধুত্ব নিয়ে আলোচনা করেছি, যার মধ্যে রয়েছে আমাদের সংসদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক। ২০ তম সংসদে ভারত-মলদ্বীপ সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনকে স্বাগত জানিয়ে তিনি বলেন যে ভারত মলদ্বীপের সক্ষমতা বৃদ্ধিতে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।” প্রধানমন্ত্রী মোদি মলদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের সঙ্গেও দেখা করেন। মোদি বলেন যে, “উনি (নাশিদ) সর্বদা ভারত ও মলদ্বীপের মধ্যে গভীর বন্ধুত্বের একজন দৃঢ় সমর্থক।” নাশিদ ১১ নভেম্বর, ২০০৮ থেকে ৭ ফেব্রুয়ারি, ২০১২ পর্যন্ত মলদ্বীপের প্রেসিডেন্ট ছিলেন। প্রধানমন্ত্রী জানান যে, ভারত মলদ্বীপকে সক্ষমতা বৃদ্ধি এবং উন্নয়নে সহায়তা অব্যাহত রাখবে। এর পাশাপাশি, শুক্রবার প্রধানমন্ত্রী মোদি মলদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন। তিনি মলদ্বীপের জন্য ৪৮৫০ কোটি টাকার ঋণের অনুমোদন দিয়েছেন।


