তিনদিন শেষ হওয়ার আগেই শেষ হল ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। সেঞ্চুরিয়নে ভারত হারল এক ইনিংস এবং ৩২ রানে। দক্ষিণ আফ্রিকা টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। প্রথম ইনিংসে ভারত তোলে ২৪৫ রান। সেবারে কেএল রাহুলের শতরানের সৌজন্যে খানিকটা হলেও মুখরক্ষা হয়েছিল ভারতের। জবাবে ভারতীয় বোলারদের পিটিয়ে রান তোলে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। এলগার করেন ১৮৫ রান। অন্যদিকে শেষবেলায় জানসেনের ৮৪ রানের ওপর ভর করে দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয় ৪০৮ রানে। ভারতের হয়ে চারটি উইকেট নেন বুমরাহ। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় ভারত। অধিনায়ক রোহিত শর্মা প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ। একমাত্র বিরাট কোহলি ছাড়া কেউই তেমনভাবে রান করতে পারেননি। বিরাট করেন ৭৬ রান। শুভমান করেন ২৬ রান। দ্বিতীয় ইনিংসে বার্গার নেন চারটি উইকেট। ফের প্রমাণিত হল বল নড়াচড়া করলে ভারতের তথাকথিত তারকা ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মতই ভেঙে পড়ে।