দেশ

পহেলগাঁও হামলার জের ! পাক বিমানের জন্য আকাশসীমা বন্ধের সময়সীমা বাড়াল ভারত

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জের ৷ পাকিস্তানের বিমানের জন্য আকাশসীমা বন্ধের সময়সীমা আরও বাড়াল নয়াদিল্লি ৷ আগামী ২৪ অগস্ট পর্যন্ত ভারতের আকাশে ঢুকতে পারবে না কোনও পাক-বিমান ৷ বুধবার অসামরিক বিমান পরিবরহণ মন্ত্রকের তরফে এ কথা স্পষ্ট জানিয়ে দেওয়া হল ৷পহেলগাঁওয়ের হামলার পর পাকিস্তানের উপর একাধিক নিষেধাজ্ঞা জারি করে নয়াদিল্লি ৷ তার মধ্যে রয়েছে আকাশসীমা বন্ধের বিষয়টিও ৷ এই প্রসঙ্গে কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রকের প্রতিমন্ত্রী মুরলিধর মোহোল বলেন, “নোটিশ টু এয়ারমেন (NOTAM)-এর আওতায় পাকিস্তানি বিমানের জন্য আকাশসীমা বন্ধের সময়সীমা বাড়ানো হয়েছে ৷ আগামী ২৪ অগস্ট পর্যন্ত ভারতের আকাশে পাক-বিমান প্রবেশ করতে পারবে না ৷” মঙ্গলবার এক্স হ্যান্ডেলে করা একটি পোস্টে তিনি জানান, দেশের নিরাপত্তার স্বার্থে দু’দেশের কৌশলগত সম্পর্কের উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ পহেলগাঁও হামলার পর প্রাথমিকভাবে ২৪ মে পর্যন্ত পাক বিমানের জন্য আকাশসীমা বন্ধের কথা ঘোষণা করে নয়াদিল্লি ৷ পরে তা বাড়িয়ে প্রথমে ২৪ জুন করা হয় ৷ এরপর তা আরও বাড়িয়ে ২৪ জুলাই করা হয় ৷ নয়া নির্দেশিকা অনুযায়ী, ভারতীয় সময় ২৪ অগাস্ট ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত সময়সীমা বাড়ানো হল ৷ ঠিক একইভাবে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধের সময়সীমা বাড়িয়েছে পাকিস্তানও ৷ তারাও জানিয়েছে, আগামী ২৪ অগস্ট পর্যন্ত পাকিস্তানের আকাশে কোনও ভারতীয় বিমান প্রবেশ করতে পারবে না ৷ গত ২৪ এপ্রিল পহেলগাঁও হামলার পরপরই ১৯৬০ সালের সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে দেয় ভারত ৷ এরপরই ২৪ মে পর্যন্ত ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধের ঘোষণা করে ইসলামাবাদ ৷ এরপর তা বাড়িয়ে ২৪ জুন এবং পরে ২৪ জুলাই পর্যন্ত করে তারা ৷ ভারতের পাশাপাশি এবার পাকিস্তানও সেই সময়সীমা আরও একমাস বাড়ালো ৷ গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে অতর্কিত হামলা চালায় পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা ৷ মৃত্যু হয় ২৭ জনের ৷ নিরস্ত্র পর্যটকদের ধর্মীয় পরিচয় জেনে বাছাই করে হত্যার প্রতিবাদে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ নেয় ভারত সরকার ৷ জারি করা হয় একাধিক নিষেধাজ্ঞা ৷ বন্ধ হয়ে যায় দু’দেশের বাণিজ্য ৷ ভয়াবহ সেই হামলার কড়া জবাব দিতে অপারেশন সিঁদুর করে দেশের সশস্ত্র বাহিনী ৷ অভিযানে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় দেশের সামরিক বাহিনী ৷ পাল্টা ভারতকে নিশানা করে পাকিস্তানও ৷ টানা তিনদিন দুই দেশের সংঘাত চলার পর অবশেষে সংঘর্ষবিরতি ঘোষণা করে দুই দেশ ৷