নেপালকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে ভারত। সোমবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচ ১০ উইকেটে জেতেন রোহিতরা। ১৭ বল বাকি থাকতেই জয়সূচক রানে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে ৪৮.২ ওভারে ২৩০ রানে শেষ হয় নেপালের ইনিংস। ভারত রান তাড়া করতে নামার পর বৃষ্টির জন্য দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকে। তারপর ডাকওয়ার্থ লুইস নিয়মে নতুন টার্গেট সেট করা হয়। ওভার কমে যাওয়ার পর ২৩ ওভারে ১৪৫ রান লক্ষ্য ছিল ভারতের। অনায়াসেই বিনা উইকেট হারিয়ে জয়সূচক রানে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। রোহিত শর্মা এবং শুভমন গিল দু’জনেই অর্ধশতরান করেন। পাকিস্তানের বিরুদ্ধে ব্যর্থতা এদিন পুশিয়ে দেন ভারতের দুই ওপেনার। ৫৯ বলে ৭৪ রানে অপরাজিত রোহিত। ৬২ বলে ৬৭ রানে নট আউট গিল। তবে জিতলেও হতশ্রী ফিল্ডিং চিন্তায় রাখবে ভারতের অধিনায়ককে। আনকোড়া নতুন নেপালের দুশোর গণ্ডি পার হওয়ার জন্য তাঁদের যত না কৃতিত্ব, তার থেকে বেশি ব্যর্থতা ভারতের ফিল্ডিংয়ের। সহজ ক্যাচ ফেলেন বিরাট কোহলিরা। জঘন্য ফিল্ডিং। বিশ্বকাপের আগে যা দেখে নিঃসন্দেহে কপালে ভাঁজ পড়বে রোহিতের। যার সুযোগ নিয়ে ওপেনিং জুটিতে ৬৫ রান যোগ করে নেপাল। ৫৮ রান করেন আসিফ শেখ। ৩৮ করেন আরেক ওপেনার কুশল ভুরতেল। মিডল অর্ডার ব্যর্থ। আট নম্বরে নেমে ৪৮ করেন সোমপাল কামি। এদিন দলে ফেরানো হয় মহম্মদ শামিকে। তিনি একটি উইকেট পান। তিনটে করে উইকেট নেন মহম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাদেজা। পাল্টা ব্যাট করতে নেমে বিনা উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে ভারত। দুরন্ত রোহিত। দীর্ঘদিন পর আবার চেনা ছন্দে হিটম্যান। ৫৯ বলে ৭৪ রান করেন। ইনিংসে রয়েছে ৫টি ছয়, ৬টি চার। উইকেটের অন্য প্রান্তে অনবদ্য শুভমনও। একটি ছয়, ৮টি চারের সাহায্যে ৬২ বলে ৬৭ রানে অপরাজিত। বিশ্বকাপের আগে ব্যাটিং প্র্যাকটিস হয়ে গেল ওপেনিং জুটির। দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে সুপার ফোরে ভারত।