গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৩ হাজার ৩০৩ জন। যা আগের দিনের থেকে অনেকটাই বেশি। তার সঙ্গে বেড়েছে অ্যাক্টিভ কেসের সংখ্যাও। বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী দেশে সক্রিয় রোগীর সংখ্যা প্রায় ১৭ হাজার ছুঁইছুঁই। বেড়েছে দৈনিক পজিটিভিটি রেট। বুধবার যা ছিল ০.৫৮ শতাংশ, তা এদিন বেড়ে হল ০.৬৬ শতাংশ। সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দিল্লিতে। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন ১ হাজার ৩৬৭ জন। তারপর রয়েছে হরিয়ানা, কেরল। দেশের দু-একটা রাজ্য ছাড়া প্রায় সর্বত্রই অ্যাক্টিভ কেসের সংখ্যা ঊর্ধ্বমুখী।