এদিন প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা বা ডিআরডিও-র সহযোগিতায়, একটি সিকিং ৪২বি হেলিকপ্টার থেকে প্রথমবার ছোড়া হল, দেশিয় প্রযুক্তিতে তৈরি জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। নৌসেনা জানিয়েছে, এদিন ছিল ক্ষেপণাস্ত্রটির গাইডেড ফ্লাইট ট্রায়াল। আর সেই ট্রায়ালে পূর্ণ সাফল্য এসেছে। এই সাফল্য, ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে তাদের স্বনির্ভরতা অর্জনের দিকে উল্লেখযোগ্য পদক্ষেপ বলে জানিয়েছে নৌসেনা। ডিআরডিও-র পক্ষ থেকেই তৈরি করা হয়েছে এই এনএএসএম-এসআর বা নাভাল অ্যান্টি-শিপ মিসাইল-শর্ট রেঞ্জ। হেলিকপ্টার থেকেই এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যায় জাহাজ লক্ষ্য করে। দীর্ঘদিন ধরেই আকাশপথে জাহাজে হামলা চালানোর মত, দেশিয় প্রযুক্তিতে তৈরি ক্রিজ মিসাইলের অপেক্ষায় ছিল নৌসেনা। এদিনের সফল পরীক্ষার পর, নৌসেনার সেই চাহিদা মিটল বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা।