আসন্ন ফ্রান্স সফরে আরও শক্তিশালী হবে ভারতীয় নৌবাহিনী । সূত্রের খবর, মোদির সফরে নৌবাহিনীর যুদ্ধবিমান বাহক রণতরী আইএনএস বিক্রান্তের জন্য ২৬টি রাফাল-এম যুদ্ধবিমান কেনার চুক্তি করবে ভারত। এছাড়াও মুম্বইয়ের মাঝগাঁও ডকে ফ্রান্সের সঙ্গে যৌথভাবে তিনটি কালবেরি সিরিজের সাবমেরিনও তৈরি করতে চায় ভারত। সেই সংক্রান্ত চুক্তিও হতে পারে প্যারিস সফরকালে। ১৪ জুলাই বাস্তিল দিবস। সেই অনুষ্ঠানে ‘প্রধান অতিথি’ হিসেবে আমন্ত্রিত মোদি। দু’দিনের ওই সফরেই রাফাল-এম যুদ্ধবিমান কেনার চুক্তি হতে পারে বলে জানা গিয়েছে। এর আগেও ফ্রান্সের থেকে রাফাল যুদ্ধবিমান কিনেছে ভারত। তবে তা ছিল বায়ুসেনার জন্য। এবার নৌসেনার জন্যও অত্যাধুনিক মেরিন ক্লাস রাফাল কিনতে চলেছে ভারত। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি সাউথ ব্লক। জানা গিয়েছে, ২৬টি রাফাল-এম যুদ্ধবিমানের জন্য ৯০ হাজার কোটি টাকার চুক্তি হবে ফ্রান্স-ভারতের। এর মধ্যে ২২টি ‘সিঙ্গল সিটার’, বাকি চারটি ‘ফোর সিটার’ যুদ্ধবিমান প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হবে। এইসঙ্গে তিনটি সাবমেরিন নিয়েও চুক্তি করবে ভারত। সূত্রের খবর চলতি সপ্তাহেই এই সংক্রান্ত ছাড়পত্র দেবে প্রতিরক্ষা মন্ত্রক।