খেলা

IND vs AFG : এক ম্যাচ বাকি থাকতেই আফগানিস্তানকে হারিয়ে সিরিজ জয় টিম ইন্ডিয়ার

এক ম্যাচ বাকি থাকতেই আফগানিস্তান সিরিজ জয় ভারতের। টানা দুই ম্যাচে দাপুটে পারফরম্যান্স করে সিরিজ ছিনিয়ে নিল রোহিত ব্রিগেড। আগামী জুন মাসে মেগা টুর্নামেন্টে কেমন খেলতে পারে ভারত,  তার আভাসও পেলেন ক্রিকেটপ্রেমীরা। রবিবার ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স করে আফগানিস্তানকে একেবারে গুঁড়িয়ে দিলেন অর্শদীপ সিং-যশস্বী জয়সওয়াল।  প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় টি-২০ ম্যাচে কিছুটা ঘুড়ে দাঁড়াল আফগানিস্তানের ব্যাটিং লাইন। গুলাবদিন নইব লড়াকু অর্ধশতরানের সৌজন্য লড়াই করার মত স্কোর করল আফগানরা। দলগতভাবে ধারাবাহিক বোলিং করে ভারতীয় বোলাররা। ২০ ওভারে ১৭২ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। এদিনও ইনিংসের শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের। নিয়মিত ব্যবধানে উইকেট হারালেও রানের গতিবেগ খুব একটা কমেনি আফগানদের। গুলাবদিন নইবের অর্ধশতরানের সৌজন্যে লড়াই করার মত স্কোর করে আফগানিস্তান। গুলাবদিন নইব ৫৭ রান করে সাজঘরে ফেরেন। ৫টি চার ও ৪টি ছয় মারেন আফগান তারকা। এছাড়া নাজিবুল্লাহ জাদরান ২৩, করিম জানাত ২০ ও মুজিব উর রহমান ২১ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ২০ ওভারে অলআউট হয়ে ১৭২ রান করে আফগানিস্তান।