প্রশিক্ষণ চলাকালীন আগ্রায় ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান মিগ-২৯ । মাটিতে পড়া মাত্রই দাউদাউ করে জ্বলে যায় MiG-29 যুদ্ধবিমান। তবে শেষ মুহূর্তে বিমান ছেড়ে বেরিয়ে আসেন পাইলট। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বিমানটিতে বড়সড় কোনও যান্ত্রিক সমস্যার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। আগ্রার সোঙ্গা গ্রামের একটি খোলা মাঠে বিমানটিকে জ্বলতে দেখা যায়। সেই ফুটেজ ভাইরাল হয়। জ্বলন্ত বিমান থেকে কয়েক ফুট দূরে ভিড় জমে যায়। জানা গিয়েছে, মিগ-২৯ বিমানটি উত্তরপ্রদেশের আগ্রার কাছে প্রশিক্ষণের জন্য উড়ছিল। তখনই ঘটে এই বিপত্তি। এই ঘটনা নিয়ে ভারতীয় বায়ুসেনা বিবৃতি দিয়ে জানায়, ‘রুটিনমাফিক আজ প্রশিক্ষণ চলাকালীন আগ্রার কাছে ভেঙে পড়ে একটি মিগ-২৯ বিমান। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক গোলযোগের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে কোনও প্রাণহানি ঘটেনি। ঠিক সময় পাইলট ইজেক্ট করে যান। বিমান থেকে বেরিয়ে আসেন। বায়ুসেনার তরফে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’