বিদেশ

দুর্নীতি এবং পেগাসাস স্পাইওয়্যারের মতো একাধিক ইস্যুতে আমেরিকায় মোদি-আদানির বিরুদ্ধে মামলা

দুর্নীতি এবং পেগাসাস স্পাইওয়্যারের মতো একাধিক ইস্যুতে মামলা করলেন এক ইন্দো-আমেরিকান ৷ অভিযোগ দায়ের করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি এবং গৌতম আদানির বিরুদ্ধে ৷ এই মর্মে কলম্বিয়ার ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট এই বিখ্যাত ভারতীয়-সহ অন্যদের সমনও পাঠিয়েছে ৷ মোদি, রেড্ডি এবং আদানির বিরুদ্ধে মামলা করেছেন রিচমণ্ড নিবাসী গ্যাস্ট্রোএনট্রোলজিস্ট ডাঃ লোকেশ ভুয়ুররু৷ এছাড়া ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম-এর চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা ক্লাউস সোয়াবও রয়েছেন তালিকায় ৷ চিকিৎসকের অভিযোগ, নরেন্দ্র মোদি, জগন মোহন রেড্ডি, গৌতম আদানি এবং অন্যরা বিশাল অঙ্কের টাকা আমেরিকায় স্থানান্তরিত করেছেন ৷ বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে পেগাসাস ব্যবহার করেছেন ৷ ২৪ মে এই মামলাটি দায়ের করার পর ২২ জুলাই আদালত সমন পাঠায় ৷ ভারতে মোদি-রেড্ডি-আদানির কাছে তা পৌঁছয় ৪ অগস্ট ৷ সুইৎজারল্যান্ডে থাকা সোয়াবের কাছে নোটিশ যায় ২ অগস্ট ৷ মামলাকারী চিকিৎসক ১৯ অগস্ট আদালতে সমনের আদালতে সমন পাঠানোর তথ্য জমা দেন ৷