দেশ

ফের স্পাইসজেট বিমান বিভ্রাট, পদত্যাগ করলেন সিইও

এদিন স্পাইসজেট বি৭৩৭ এয়ারক্রাফ্টর দিল্লি থেকে নাসিকে যাওয়ার কথা ছিল ৷ কিন্তু বিমানকর্মী অটো-পাইলট সিস্টেমে গোলমাল বুঝতে পারেন ৷ তাই দিল্লিতে ফিরে আসে বিমানটি। টেক-অফের পর স্পাইসজেটের বি৭৩৭ এয়ারক্রাফ্ট ভিটি-এসএলপি দিল্লি-নাসিক বিমানটি বৃহস্পতিবার প্রযুক্তিগত গোলযোগের কারণে ফিরে আসতে বাধ্য হয়, জানিয়েছেন আধিকারিকেরা ৷ দিল্লি থেকে নাসিকে যাচ্ছিল স্পাইসজেটের বিমানটি ৷ অটোপাইলট সিস্টেমে কিছু গোলোযোগ হওয়ায় মাঝ আকাশ থেকে শহরে ফিরে আসে সেটি, জানান আধিকারিক ৷ যদিও বিমানটি ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে ৷ আধিকারিক বলেন, “স্পাইসজেট ভিটি-এসএলপি এয়ারক্রাফ্ট নয়াদিল্লি থেকে মহারাষ্ট্রের নাসিকের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ৷ বিমানের অটোপাইলট সিস্টেমে গণ্ডগোল দেখা দেওয়ায় সেটি আবার ফিরে আসে ৷” তবে বিমানযাত্রী এবং কর্মীদের কেউ কোনওভাবে আহত হননি৷ অন্যদিকে কয়েকজন পাইলটের প্রশিক্ষণ নিয়ে ঝামেলা চলছে ৷ এর মধ্যে বুধবার, ৩১ অগস্ট স্পাইসজেটের চিফ মানিটারি অফিসার সঞ্জীব তানেজা ইস্তফা দিয়েছেন ৷ ইবিআইটিডিএ বেসিস অনুযায়ী ২০২২-২৩ অর্থবর্ষের জুন পর্যন্ত স্পাইসজেটের ক্ষতি ৩৭৯ কোটি টাকা ৷ ২০২১-২২ অর্থবর্ষে এর পরিমাণ ছিল ২৪৪ কোটি টাকা ৷ একের পর এক বিমান বিভ্রাটও চলছে ৷ তাই শেষে পদত্যাগ করলেন তিনি ৷