দেশ

ইজরায়েলের উপর ইরানের হামলা, ভারতীয়দের জন্য জরুরি নির্দেশিকা বিদেশমন্ত্রকের

ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে ৷ এই আবহে দেশবাসীর উদ্দেশে বিশেষ নির্দেশিকা জারি করল বিদেশমন্ত্রক ৷ যুদ্ধের আবহে অতি প্রয়োজন ছাড়া ইরানে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করল মন্ত্রক ৷ সেই সঙ্গে, ইরানে বসবাসকারী ভারতীয়দের সতর্ক থাকার কথাও বলা হয়েছে মন্ত্রকের তরফে ৷ প্রয়োজনে তেহেরানে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রকের তরফে ৷ অন্যদিকে, সেই দেশে বসবাসকারী নাগরিকদের নিরাপত্তার কথা মাথায় রেখে একটি নির্দেশিকা জারি করা হয়েছে ইজরায়েলে ভারতীয় দূতাবাসের তরফে ৷ কোনও সমস্যা হলে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার কথা বলে হয়েছে ওই নির্দেশিকায় ৷ ইজরায়েলে ভারতীয় দূতাবাসের ওই নির্দেশিকায়, জরুরি পরিস্থিতিতে সাহায্যের জন্য যোগাযোগের নম্বরও দেওয়া হয়েছে ও একটি ইমেল আইডি ৷ ফোন নম্বরগুলি হল,  972547520711  এবং  972543278392 ।