শুক্রবার আগামী মার্চ মাস পর্যন্ত কেন্দ্র পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করার ফলে দাম বৃদ্ধির জল্পনা আরও বৃদ্ধি পেয়েছে। শুক্রবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দেশের অভ্যন্তরে পেঁয়াজের চাহিদা আগের থেকেও বেড়েছে। তাই দেশের অন্দরে পেঁয়াজের জোগান বজায় রাখার জন্য আগামী বছরের মার্চ মাস পর্যন্ত বিদেশে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর ফলে ফের কি বাড়তে চলছে ভারতের বাজারে পেঁয়াজের দাম? পরিস্থিতি দেখে কিন্তু, তাই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।