কলকাতা

শনি ও রবিবার শিয়ালদা শাখায় বাতিল একাধিক লোকাল

শনিবার ও রবিবার বাতিল থাকবে শিয়ালদা মেন ও দক্ষিণ শাখায় একাধিক লোকাল ট্রেন । শুক্রবার এমনটাই পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে । রেলের তরফে জানানো হয়েছে, জোকা-এসপ্ল্যানেড মেট্রো রেল প্রকল্পের কাজের জন্য মাঝেরহাট স্টেশনে আগামী ৯ ও ১০ ডিসেম্বের ১২ ঘণ্টার পাওয়ার ব্লক করা হবে । ৯ডিসেম্বর রাত ১০টা ৪০ মিনিট থেকে পরের দিন ১০ ডিসেম্বর সকাল ১০টা ৪০মিনিট পর্যন্ত ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক করা হবে । এর ফলে শিয়ালদা-বজবজ শাখায় একাধিক ট্রেন বাতিল থাকবে ৷ রেল জানিয়েছে, শনিবার রাতে শিয়ালদা ও বজবজের মধ্যে একটি ডাউন (34166) ও একটি আপ (34165) ট্রেন বাতিল থাকবে ৷ রবিবার শিয়ালদা ও বজবজ শাখায় আটটি ডাউন ও আটটি আপ ট্রেন বাতিল করা হচ্ছে ৷ বাতিল হওয়া ডাউন বজবজ লোকালগুলির নম্বর – 34112, 34114, 34116, 34118, 34120, 34122, 34124 ও 34126 ৷ বাতিল হওয়া আপ বজবজ লোকালগুলির নম্বর – 34111, 34113, 34115, 34117, 34117, 34119, 34123 ও 34125 ৷এছাড়া একটি আপ বজবজ-নৈহাটি লোকাল (31051) ও একটি ডাউন নৈহাটি–শিয়ালদহ (31422) বাতিল করা হয়েছে ৷ তাছাড়া নৈহাটি থেকে বজবজগামী 34052 ডাউন ট্রেনটি রবিবার শিয়ালদা পর্যন্ত যাবে ৷অন্যদিকে শিয়ালদা স্টেশনে কমন ট্র্যাক মেরামতের কাজের জন্য আগামী শনিবার ও রবিবার অর্থাৎ ৯ ও ১০ডিসেম্বর আট ঘণ্টার পাওয়ার ব্লক করা হবে । রাত ১২টা থেকে পরের দিন সকাল ৮ টা পর্যন্ত করা হবে এই ব্লক । এর ফলে যে লোকাল ট্রেনগুলি বাতিল থাকবে, সেগুলি হল – শিয়ালদা-বনগাঁও: আপ 33813 ও ডাউন 33814, শিয়ালদা–কল্যাণী সীমান্ত: আপ 31311 ও 31313 এবং ডাউন 31314 ও 31316, শিয়ালদা-শান্তিপুর: আপ 31511 ও ডাউন 31514, শিয়ালদা–হাসনাবাদ: আপ 33513 ও ডাউন 33514, শিয়ালদা-হাবড়া: আপ 33651 ও 33653 এবং ডাউন 33652 ও 33654, শিয়ালদা–ডানকুনি: আপ 32213 ও 32217 এবং ডাউন 32214 ও 32218, শিয়ালদা-ব্যারাকপুর: আপ 31213 ও ডাউন 31214, শিয়ালদা–দত্তপুকুর: ডাউন 33612, শিয়ালদা–রানাঘাট: আপ 31611 ও ডাউন 31616, শিয়ালদা-কৃষ্ণনগর: ​​আপ 31817 ও ডাউন 31814 ৷