দেশ

ড্রোন হামলা রুখতে এবার আরব সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করল ভারত

বিগত কয়েকদিন ধরেই আরব ও লোহিত সাগরে বিভিন্ন দেশের পণ্যবাহী জাহাজ ও ভেসেলে ড্রোন হামলা হচ্ছে। যার জন্য আমেরিকার তরফে ইরান ও হুতি জঙ্গিগোষ্ঠীর দিকে আঙুল তোলা হলেও, তারা অস্বীকার করছে। এবার সেই হামলাকে রুখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল ভারতীয় নৌসেনা। আরব সাগরে তিনটি যুদ্ধজাহাজকে মোতায়েন করেছে নৌসেনা। আইএনএস মরমুগাঁও, আইএনএস কোচি, আইএনএস কলকাতা এই তিন যুদ্ধজাহাজকে আরব সাগরের নির্দিষ্ট জায়গায় রাখা হয়েছে। একই সঙ্গে সমুদ্রপথে নজরদারি চালানোর জন্য পি-৮১ পেট্রল এয়ারক্রাফ্টকেও মোতায়েন করা হয়েছে।