ট্রেনের প্যাসেঞ্জার ও সেনা জওয়ানরা মিলে ট্রেনকে ধাক্কা মারছেন৷ ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ট্রেন একটি রেল লাইনে দাঁড়িয়ে রয়েছে৷ সেখানেই একাধিক মানুষ ও জওয়ানরা মাটিতে নেমে ট্রেনের পাশে দাঁড়িয়ে রয়েছে৷ সেখানে হঠাৎ করেই ‘হেঁইও মারো’- এই ভাবে ট্রেনটিকে ঠেলা দিতে শুরু করে৷ কিন্তু এত ঠেলাঠেলির ফলে কতটুকুই বা এটা এগোল তা নিয়ে বোদ্ধারা ভিডিও দেখলেই বুঝতে পারেন৷ ভাইরাল ভিডিওতে ফের দেখা যাচ্ছে প্রথমে যে দিকে মানুষজন ট্রেনকে ঠেলছিল, হঠাৎই তার উল্টো দিকে ট্রেনটিকে ঠেলতে শুরু করেন৷ এরপর ট্রেন ধীরে ধীরে এগোতে শুরু করল৷ ট্রেন যেই এগোতে থাকে সঙ্গে সঙ্গে মানুষজন খুশি হয়ে যায়৷