দেশ

সব ভারতীয়ই খারকিভ ছেড়েছে, প্রায় ১৩ হাজার ৭০০ মানুষকে দেশে ফেরানো হয়েছে, দাবি বিদেশমন্ত্রকের

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে যারা এখনও দেশে ফিরতে পারেননি, তাঁরা অবিলম্বে ভারতীয় দূতাবাসের যোগাযোগ করুন৷ শনিবার ফের একবার ভারতের বিদেশমন্ত্রক থেকে একথা জানানো হয়েছে৷ মন্ত্রকের আরও দাবি, ইউক্রেনের সুমি-সহ হাতে গোয়া কয়েকটি জায়গা ছাড়া সব জায়গা থেকেই ভারতীয়দের সরানো হয়েছে৷ প্রায় সব ভারতীয়কে খারকিভ থেকে সরানো হয়েছে বলেও দাবি করা হয়েছে৷ সুমি থেকে ভারতীয় ছাত্রদের সরিয়ে নেওয়ার উপর জোর দেওয়া হয়েছে। একাধিক বিকল্প পথও খোঁজ চলছে। বিদেশ মন্ত্রকের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অপারেশ গঙ্গার মাধ্যমে ১৫টি বিশেষ বিমানে প্রতিবেশী দেশ থেকে শনিবার ৩০০০ জন ভারতীয়কে দেশে ফেরানো হয়েছে। তার মধ্যে ১২টি বেসামরিক বিমান ও ৩টি বায়ু সেনার বিমান৷ অপারেশন গঙ্গা শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত বিশেষ বিমানে ১৩ হাজার ৭০০ জনকে দেশে ফেরানো হয়েছে৷ মোট ৫৫টি বিমান ব্যবহার করা হয়েছে৷