করোনা ভাইরাসের জেরে লকডাউন চলছে। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে সেটা এখনও অনিশ্চিত। তার প্রভাব যে ভারতের অর্থনীতিতে ভীষণভাবে পড়তে শুরু করেছে তা আন্দাজ করতে পেরেই মদের দোকান খোলা হয়েছে। এই আশঙ্কা জনক পরিস্থিতির মধ্যেই আরও আশঙ্কার কথা শোনাল মুডিজ। ভারতের আর্থিক বৃদ্ধি ২০২১ সালে একেবারে শূন্যে গিয়ে দাঁড়াবে এমনই আশঙ্কার কথা শুনিয়েছে এই সংস্থা। করোনা পরিস্থিতি ভারতের অর্থনীতিতে একেবারে নিঃশেষ করে দিচ্ছে। মুডিজের পক্ষ থেকে জানানো হয়েছে ২০২১ সালে ভারতের জিডিপি বৃদ্ধি শূন্যে গিয়ে পৌঁছবে। কারণ সেই করোনা ভাইরাস এবং তার জেরে তৈরি হওয়া লকডাউন। যার জেরে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে ভারতকে। পরিস্থিতি বিবেচনা করে আগেই ২০২০ সালের আর্থিক বৃদ্ধি ০.২ শতাংশ কমিয়েছে মুডিজ। অথচ ২০১৯ সালে নভেম্বরে অনেকটাই স্থিতিশীল ছিল। তবে শেয়ার বাজারে একের পর এক ধসে কিছুটা প্রভাব পড়েছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে দেশের সংকট আরও বেড়েছে তার প্রভাব পড়েছে আর্থিক ক্ষেত্রে।