আদিবাসী দিবসে ঝাড়গ্রামে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সেখানে গিয়ে একাধিক অনুষ্ঠান ও কর্মসূচীতে যোগদেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি জানিয়েছেন, ‘ভারতের স্বাধীনতা যুদ্ধে আদিবাসী ভাই-বোনদের অবদান ভোলার নয়। তাঁদের প্রণাম জানাই। ঝাড়গ্রামের ৯৫ শতাংশ মানুষকে সুবিধা দিয়েছে আমাদের সরকার। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা ঝাড়গ্রামের মানুষ পেয়েছেন। এখানে বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হয়েছে। সুপার স্পেশ্যালিটি হাসপাতাল গড়ে তোলা হয়েছে। মাওবাদী হামলায় মৃতদের পরিবারকে চাকরি দিয়েছি। আদিবাসীদের সংস্কৃতি রক্ষা করার দায়িত্ব আমাদের।’ এদিন তিনি আরও জানিয়েছেন, ‘আদিবাসীদের জন্য ২০১৩ সাল থেকে আলাদা বিভাগ করা হয়েছে। তাঁদের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না। বছরে দু’বার দুয়ারে সরকার প্রকল্প হবে। দু’এক মাসের মধ্যে দুয়ারে রেশন ও লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু হবে। আবেদন করলে এক মাসের মধ্যে তফসিলি শংসাপত্র দিয়ে দেওয়া হচ্ছে। সারণা ধর্ম, সারি ধর্মের জন্য কেন্দ্রকে চিঠি দিয়েছি।’ মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, ‘আদিবাসীদের সংস্কৃতি রক্ষা করার দায়িত্ব আমাদের। বাংলার মানুষের জন্য আমাদের সরকার কাজ করেছে। আমরা ধর্মে ধর্মে, মানুষে মানুষে বিভেদ করি না। ঝাড়গ্রামের সব আসনে আমাদের জিতিয়ে আপনারা যে আস্থা দেখিয়েছেন তার জন্য ধন্যবাদ। পশ্চিম মেদিনীপুর ও হাওড়ার অনেক জায়গায় বন্যা হয়েছে। আসার সময় উদয়নারায়ণপুর ও আমতার অবস্থা দেখেছি। সব ছবি তুলেছি। মুখ্যসচিবের সঙ্গে কথা বলব। আবহাওয়া ভাল থাকলে কাল ঘাটাল যাব। জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠান শেষ করব।’