দিল্লিগামী ইন্ডিগোর একটি বিমানকে তড়িঘড়ি নামতে হল ভুনেশ্বরে। দিল্লিগামী ইন্ডিগোর ওই বিমানে পাখি ধাক্কা দিলে, সেটিকে শিগগিরই ভুবনেশ্বর বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। যদিও বিমানের ডানায় পাখির ধাক্কা লাগলেও, তাতে কোনও যাত্রীর ক্ষতি হয়নি। ফলে নিরাপদেই যাত্রীদের ভুবনেশ্বর বিমানবন্দরে নামানো হয়। ভুবনেশ্বর বিমানবন্দরে নামিয়ে যাত্রীদের জন্য পালটা বিমানের ব্যবস্থা করা হয়। গত ২ সপ্তাহ আগে মুম্বই থেকে রাঁচির একটি ইন্ডিগোর বিমানকে নাগপুরে জরুরি অবতরণ করানো হয়। বিমানের মধ্যে এক যাত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে, বিমানটিকে রাঁচি পর্যন্ত না উড়িয়ে, নাগপুরে অবতরণ করানো হয়। দেবানন্দ তিওয়ারি নামে ওই যাত্রীর বিমানের মধ্যে রক্তবমি শুরু হলে, জরুরি ভিত্তিতে ইন্ডিগোর বিমানটিকে নাগপুরে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়।