দেশ

প্যাংগং হ্রদের দুই তীর থেকেই সেনা সরাল ভারত-চিন

লাদাখ সীমান্তে ফের ফিরছে শান্তি, এমনই ইঙ্গিত। কারণ প্যাংগং হ্রদের দুই তীর থেকেই সেনা সরিয়ে নিল ভারত এবং চিন। জানিয়েছে সূত্র। পূর্ব লাদাখের বাক অংশ থেকে সেনা সরানো নিয়ে দুই দেশ সামরিকস্তরের বৈঠকে বসবে আগামীকাল। প্যাংগং থেকে সেনা সরানো হলেও ডেপাসং, হট স্প্রিং, গোগরা এলাকায় এখনও সেনা রয়েছেয। সেখান থেকে সেনা সরানো নিয়ে শনিবার সকাল ১০টা নাগাদ আলোচনায় বসবেন দুই প্রতিবেশী দেশের সেনাকর্তারা। দশম বার। প্যাংগং হ্রদের দক্ষিণ তীরে চুশুলের কাছে মলডোতে হবে বৈঠক।