ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় নেমে এসেছে অকাল বিপর্যয়। প্রবল বর্ষণের পর অনেক এলাকায় এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগ্নেয়গিরির ঢাল থেকে নেমে আসা শীতল লাভা প্রবাহের কারণে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভয়াবহ বন্যার সৃষ্টি করেছে। অন্তত ৫২ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং অনেকেই এখনও নিখোঁজ হয়েছেন। উদ্ধারকারী কর্মকর্তাদের মতে, পশ্চিম ইন্দোনেশিয়ার একটি আগ্নেয়গিরি থেকে আকস্মিক বন্যা ও ঠান্ডা লাভা নির্গত হওয়ার পর বেশ কয়েকজন শিশুসহ অন্তত ৫২ জন মারা গিয়েছেন এবং আরও অনেকে নিখোঁজ রয়েছে। নিখোঁজদের সন্ধানে এবং লোকজনকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে কর্তৃপক্ষ উদ্ধারকারী দল ও রাবার বোট পাঠিয়েছে। সরকার বর্ষাকালে ভূমিধস এবং বন্যার প্রবণতা উভয় জেলায় বিভিন্ন স্থানে ইভাকুয়েশন সেন্টার এবং জরুরি চেকপয়েন্ট স্থাপন করেছে। এখনও পর্যন্ত ২৭ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে।