বিদেশ

ইন্দোনেশিয়ার গির্জায় ভয়াবহ বিস্ফোরণ, গুরুতর আহত ৯

ইন্দোনেশিয়ার গির্জায় ভয়াবহ বিস্ফোরণে জখম ৯ জন। ইন্দোনেশিয়ার সুলাওসি দ্বীপের গির্জায় প্রার্থনা চলাকালীন হঠাৎই গির্জার বাইরে বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় ৯ জন গুরুতর আহত হয়েছে। তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ২০১৮ সালে একই রকম হামলায় অনেকজন মানুষ মারা যান। রবিবার ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরবায়ার গির্জায় প্রার্থনার সময় আত্মঘাতী বোমা হামলার ঘটনা চমকে দিল সারা বিশ্বকে। সুলাওসি দ্বীপের প্রধান ক্যাথলিক গির্জায় রবিবার প্রার্থনার পরই বিস্ফোরণ ঘটে। গির্জার যাজক জানিয়েছেন, “উপাসনা শেষ হওয়ার পর লোকেরা বাড়ির দিকে রওনা হচ্ছিল, তখনই ভয়ঙ্কর শব্দে কেঁপে ওঠে গির্জা।ইন্দোনেশিয়ার প্রশাসন জানিয়েছে, তারা এখনও জানেন না এই হামলার সঙ্গে জড়িত কারা।