কলকাতা

বহুতল থেকে পড়ে মৃত্যু বিমা এজেন্টের, তদন্তে পুলিশ

বর্ষবরণের আগের দিন রহস্যজনক মৃত্যু বিমা এজেন্টের। বহুতল থেকে পড়ে মৃত্যু বছর ৫৮-র সুতীর্থ হোরের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিমা এজেন্ট হিসাবে কাজ করতেন তিনি। গড়ফা থানার অন্তর্গত বালিগঞ্জের ফার্ন রোডের কাছে একটি বহুতল থেকে পড়ে মৃত্যু হয় সুতীর্থের। তিনি নিজেই কি আত্মঘাতী হয়েছেন নাকি কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, তা নিয়ে এখনও ধোঁয়াশা। যদি তিনি নিজেই চরম পদক্ষেপ করেছেন নাকি কোনও শত্রুতার জেরে এমন পরিণতি, তা এখনও জানা যায়নি। বিষয়টি আপাতত খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।