ক্রাইম দেশ

আইআইটি মাদ্রাজের ক্যাম্পাসে ইন্টার্নকে যৌন হেনস্তা, গ্রেপ্তার ফুড কোর্টের কর্মী

ক্যাম্পাসেই যৌন হেনস্তার শিকার মহিলা ইন্টার্ন। আইআইটি মাদ্রাজের এই ঘটনায় গ্রেপ্তার ফুড কোর্টের এক কর্মী। ধৃত মহারাষ্ট্রে বাসিন্দা রোশন কুমার (২২)। ডিএমকে শাসিত রাজ্যের এই ঘটনায় নিরপেক্ষ ও দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে জাতীয় মহিলা কমিশন। এজন্য রাজ্য পুলিসের ডিজিকে ইমেল পাঠিয়েছেন কমিশনের চেয়ারপার্সন। সোশ্যাল মিডিয়ায় কমিশনের বার্তা, ‘চিকিৎসার পাশাপাশি নির্যাতিতাকে মনস্তাত্ত্বিক সহায়তা প্রদানের ব্যবস্থা করতেও বলা হয়েছে। ২৫ জুন রাত সাড়ে সাতটা নাগাদ ক্যাম্পাসে একা ঘুরছিলেন ২০ বছরের ওই ইন্টার্ন। অভিযোগ, সেই সময় একটি লাঠি নিয়ে তরুণীর দিকে এগিয়ে যায় রোশন। কিছু বুঝে ওঠার আগেই সে নির্যাতিতার চুলের মুঠি টেনে ধরে। বিপদ বুঝে চিৎকার করে ওঠেন তরুণী। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা। আটক করা হয় অভিযুক্তকে। ২৬ জুন ওই যুবককে গ্রেপ্তার করে কোট্টুরপুরম পুলিস। আইআইটি মাদ্রাজ জানিয়েছে, অভিযুক্তকে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে নিযোগ করেছিলেন ক্যাম্পাসের এক খাবার বিক্রেতা। ফুড কোর্টেই সে কাজ করত। সুযোগ বুঝে অন্য প্রতিষ্ঠান থেকে আসা মহিলা ইন্টার্নের যৌন হেনস্তা করে ওই যুবক। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘অভিযুক্তকে পুলিসের হাতে তুলে দেন নিরাপত্তারক্ষীরা। যৌন হেনস্তার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে আইআইটি মাদ্রাজ। পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আমরা দায়বদ্ধ।’