দেশ

আজ থেকে শর্তসাপেক্ষে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু

আজ থেকেই শর্তসাপেক্ষে চালু হয়ে যাচ্ছে আন্তর্জাতিক বিমান পরিবহণ। তবে কিছু নির্দিষ্ট রুটে। বৃহস্পতিবার অসামরিক বিমান পরিবহণমন্ত্রী হরদীপ সিং পুরী বলছেন, আন্তর্জাতিক বিমান পরিবহণ স্বাভাবিকভাবে চালু হয়ে যাচ্ছে, এমনটা বলা যাবে না। তবে নির্দিষ্ট রুটে শুধুমাত্র কয়েকটি রাষ্ট্রের মধ্যেই ভারতের বিমান পরিবহণ পরিষেবা শুরু হবে। প্রাথমিকভাবে আমেরিকা, ফ্রান্স এবং জার্মানির সঙ্গে ভারতের সমঝোতা হয়েছে। আজ, শুক্রবার ভারতের কয়েকটি শহর থেকে প্যারিস ও নিউ ইয়র্কে প্রথম দফার বিমান চলাচল শুরু হবে। ১ আগস্ট পর্যন্ত দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু থেকে প্যারিসে মোট ২৮টি ফ্লাইট যাতায়াত করবে। আপাতত শুধুই এয়ার ফ্রান্স এয়ারলাইন্স সংস্থা বিমান চালাবে। আমেরিকার ইউনাইটেড এয়ারলাইন্স চালাবে ৩১ জুলাই পর্যন্ত ১৮টি ফ্লাইট। এরপর শুরু হবে জার্মানির ফ্লাইট। আন্তর্জাতিক বিমান পরিবহণ স্বাভাবিক হওয়া বলতে বোঝায়, যে কোনও যাত্রী নির্দিষ্ট দেশের ভিসা নিয়ে যে কোনও দেশে যাত্রা করতে পারবেন। কিন্তু এক্ষেত্রে সেই স্বাভাবিকতা ফিরছে না। এখন স্থির হয়েছে, দু’টি দেশের মধ্যে এয়ার-বাবল ব্যবস্থাতেই বিমান চলাচল করবে। যদি সেই দুই দেশ রাজি থাকে। এয়ার-বাবল অর্থাৎ দু’টি দেশের মধ্যে তৈরি হওয়া আকাশপথের নির্দিষ্ট যাত্রা করিডর। বস্তুত আমেরিকা, ব্রিটেন, জার্মানি বেশ কিছুদিন ধরেই কেন্দ্রের কাছে আবেদন করছে, ভারত দ্রুত চালু করুক আন্তর্জাতিক বিমান। কিন্তু কোভিড-১৯ সংক্রমণের আশঙ্কায় ভারত রাজি হয়নি। এমনকী বহু রাজ্যই চাইছে না আন্তর্জাতিক ফ্লাইট তাদের বিমানবন্দরে আসুক।