বিদেশ

আমেরিকার এইচ-১বি ভিসা বাতিলের বিরুদ্ধে মামলা করলেন ১৭৪ জন ভারতীয়

সম্প্রতি এইচ-১বি ভিসায় নিষেধাজ্ঞা জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প। ফলে চলতি বছরের শেষ পর্যন্ত কর্মসূত্রে আর কোনও বিদেশি আমেরিকায় প্রবেশ করতে পারবেন না। মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণার বিরুদ্ধে এবার মামলা দায়ের করলেন ১৭৪ জন ভারতীয়। আদালতের দ্বারস্থ হওয়া এই ভারতীয়দের মধ্যে ৭ জন নাবালকও রয়েছে। গত ২২ জুন সাময়িকভাবে এইচ-১বি ওয়ার্ক ভিসা বাতিলের ঘোষণা করেন ট্রাম্প। কিন্তু এইচ-১বি ভিসার মাধ্যমেই মার্কিন সংস্থাগুলিতে চাকরি পাওয়া বিদেশিরা আমেরিকায় আসেন। মূলত ভারত ও চিন থেকে প্রচুর পেশাদার কর্মী নিয়োগ করে মার্কিন সংস্থাগুলি। অনিশ্চয়তার মুখে পড়ে ট্রাম্পের ঘোষণার বিরুদ্ধে মঙ্গলবার আমেরিকার কলম্বিয়া জেলা আদালতে মামলা দায়ের করলেন ১৭৪ জন ভারতীয়। তার ভিত্তিতে বুধবার বিচারক কেটাঞ্জি ব্রাউন জ্যাকশন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও, হোমল্যান্ড সিকিউরিটির ভারপ্রাপ্ত সচিব চ্যাড এফ উল্ফ ও শ্রমসচিব ইউজিন স্কালিয়ার বক্তব্য তলব করলেন।