খেলা

৫ ইউকেটে জয়ী মুম্বই ইন্ডিয়ান্স

৫ ইউকেটে জয়ী মুম্বই ইন্ডিয়ান্স। ১৬৫ রান তাড়া করতে নেমে সূর্যকুমার যাদবের ৪৩ বলে অনবদ্য ৭৯ রানের ইনিংসই দু’‌দলের মধ্যে ফারাক করে দিল। কাজে এল না আরসিবির দেবদূত পাড়িক্কলের ৭৪ রানের ইনিংসও। এদিনের জয়ের ফলে কার্যত প্লে–অফে চলেই গেল মুম্বই। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক কায়রন পোলার্ড। রোহিতের অনুপস্থিতিতে এদিনও তিনিই অধিনায়কত্ব করেন। যদিও আরসিবির দুই ওপেনার দুরন্ত শুরু করেন। ২৪ বলে ৩৩ রান করে ফিলিপ যখন আউট হন তখন দলের রান ৭.‌৫ ওভারে ৭১ রান। এরপর ৯ রান করে ফিরে যান অধিনায়ক বিরাটও। তবে আরেক ওপেনার দেবদূত পাড়িক্কল এবং এবি ডি’‌ভিলিয়ার্স দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন। ১৫.‌২ ওভারে আরসিবির ১৩১ রানের মাথায় আউট হন এবি ডি’‌ভিলিয়ার্স (‌১৫)। আর এরপরই আচমকা ধস নামে বিরাটদের ব্যাটিং লাইন আপে। দুরন্ত বোলিংও করেন মুম্বইয়ের পেসাররা। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৪ রানে থামে আরসিবির ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ রান দেবদূতের। ৪৫ বলে ৭৪ রান করেন তিনি। অন্যদিকে, মুম্বইয়ের হয়ে তিনটি উইকেট নেন বুমরাহ।‌ চার ওভারে মাত্র ১৪ রান দেন তিনি।