দেশ

আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাতিল আন্তর্জাতিক উড়ান

আন্তর্জাতিক উড়ান পরিষেবা বাতিলের সময়সীমা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হল। তবে কার্গো বিমান স্বাভাবিক নিয়মেই চলাচল করবে বলে জানা গিয়েছে। ডিজিসিএ’র তরফে একথা জানানো হয়। প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে দেশে লকডাউন শুরু হওয়ার পর গত ২৩ মার্চ থেকেই আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ হয়ে যায়। তবে মে থেকে বন্দে ভারত মিশনের আওতায় বিশেষ আন্তর্জাতিক উড়ান চলাচল শুরু হয়। এছাড়াও এয়ার বাবল চুক্তির ভিত্তিতে বিশ্বের ১৮টি দেশে ভারত থেকে বিমান চলাচল করছে। তারমধ্যে আমেরিকা, ব্রিটেন, কেনিয়া, ভুটান এবং ফ্রান্স রয়েছে।