বিদেশ

জল নিয়ে ইরান-আফগানিস্তানের মধ্যে শুরু যুদ্ধ, মৃত ৩

হেলমন্দ নদীর জলের অধিকার নিয়ে ইরান-আফগানিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেল। দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে তমুল লড়াইয়ে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃতদের মধ্যে ২ জন ইরানি এবং ১ জন তালিবান সীমান্তরক্ষী বলে খবর। আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি তাকুর এক বিবৃতিতে জানিয়েছে যে জলের দাবিদার নিয়ে শনিবার নিমরোজ প্রদেশে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বচসা শুরু হয়। বচসার জেরে চড়তে থাকে উত্তেজনার পারদ। এই সময় ইরানি সীমান্তরক্ষীরা আফগান সীমান্তরক্ষীদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে, পাল্টা জবাব দেওয়া হয় বলে জানিয়েছেন তিনি। তবে, এই ঘটনা দুর্ভাগ্যজনক বলে জানিয়েছেন আফগান স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র। প্রতিবেশী ইরানের সঙ্গে যুদ্ধের কোনও ইচ্ছা তাঁদের নেই বলে দাবি করেন। তবে, দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন জখম হয়েছে বলে জানান।