মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হয়েছে। মুষলধারে না হলেও ঝিরিঝিরি বৃষ্টিতে নাজেহাল আসানসোলবাসী। বুধবার উল্টোরথ আসানসোলের বুধার ময়দানে রথের দিন থেকে মেলা বসেছে । বুধবার উল্টো রথের দিন প্রচুর ভক্তের সমাগম হয়েছিল । হঠাৎ তার মধ্যে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো মেলার প্যান্ডেল। ভেতরে থাকা ভক্তরা ভাঙ্গা প্যান্ডেলের মধ্যে আটকে যায় ।প্যান্ডেল ভেঙে পড়ার সময় সোমনাথ দে নামে স্থানীয় এক ভক্ত আহত হন। তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সারারাত ধরে মুষলধারে বৃষ্টি হওয়ার দরুণ মাটি ধ্বসে যায়। আর তাতেই মেলার মাঠে যে তাবু খাটানো হয়েছিল তার খুঁটি নড়ে যায়। লোহার খুঁটি পড়ে গিয়ে আহত হন এক ভক্ত। তবে বড় দুর্ঘটনার হাত থেকে যেদিন রক্ষা পেয়েছে ওই মেলা প্রাঙ্গণ।