জেলা

একতরফা ৮ আসনে প্রার্থী ঘোষণা আইএসএফ-এর

শ্রীরামপুরে আসন সমঝোতা হল না! জোট বার্তা দিয়েও আটটি লোকসভা আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করলো আইএসএফ। বাদ রইল নওশাদের দাঁড়াতে চাওয়া ডায়মন্ড হারবার আসন।বৃহস্পতিবার ফুরফুরা শরীফে আইএসএফ-এর রাজ্য কমিটির নেতৃত্বের বৈঠকের শেষে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করেন আইএসএফ-এর কার্যকরী সভাপতি সামসুর আলী মল্লিক। প্রার্থীরা হলেন, মালদা উত্তর কেন্দ্রে মহঃ সোহেল, জয়নগরে মেঘনাদ হালদার, মুর্শিদাবাদে হাবিব সেখ, বারাসাতে তাপস বন্দ্যোপাধ্যায়, বসিরহাটে মহঃ শইদুল ইসলাম মোল্লা, মথুরাপুরে অজয় কুমার দাস, শ্রীরামপুরে সাহরিয়ার মল্লিক এবং ঝাড়গ্রাম কেন্দ্রে বাপি সোরেন। প্রথম দফায় ষোলো জন প্রার্থীর নাম ঘোষনা করেছিল বামফ্রন্ট। আইএসএফ এর সঙ্গে জোট সম্পর্কের কী হবে সে বিষয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছিলেন জোট না, আসন সমঝোতা নিয়ে আলোচনা হতে পারে। আইএসএফ-এর দাবী ছিল তিনবার বামেদের সঙ্গে আলোচনা হয়েছে আসন রফা নিয়ে। তাতে কোনও সমাধান সূত্র মেলেনি। আটটি আসনে তারা প্রার্থী দিতে পারেন বলে জানিয়েছিল আইএসএফ নেতৃত্ব।