বিদেশ

ব্রিটেনে প্রধানমন্ত্রী পদে বসেই ইজরায়েল-গাজার যুদ্ধ বন্ধের আর্জি কেইর স্টারমেরের

ব্রিটেনে প্রধানমন্ত্রী পদে বসার পরপরই এবার ইজরায়েল-গাজা যুদ্ধ নিয়ে পদক্ষেপ করলেন কেইর স্টারমের । ইজরায়েলের প্রেসিডেন্ট ইজাক হেরজোগের সঙ্গে বৈঠকে বসেন কেইর স্টারমের। ইজরায়েল-গাজা যুদ্ধ যাতে শিগগিরই বন্ধ করা যায়, সে বিষয়ে পদক্ষেপ জোরদার সওয়াল করেন স্টারমের। প্যারিসে ইজাক হেরজোগের সঙ্গে বৈঠকে বসে যুদ্ধ বন্ধের পদক্ষেপ নিয়ে সওয়ালের পাশাপাশি দুই দেশের বন্ধুত্ব অটুট রাখারও প্রতিজ্ঞাবদ্ধ হন রাষ্ট্রনেতারা। ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামলার সময় যাঁদের পণবন্দি করা হয়, তাঁদের মধ্যে মৃতদের প্রতি শ্রদ্ধা জানান কেইর স্টারমের। সম্প্রতি গাজা থেকে বেশ কয়েকজন ইজরায়েলি পণবন্দির দেহ উদ্ধার করা হয়। যে খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে ফের সমালোচনা শুরু হয়ে যায়। ইজরায়েল যে হামলা চালাচ্ছে গাজায়,তা নিজেদের রক্ষায়। পাশাপাশি আন্তর্জাতিক আইন মেনেই ইজরায়েল হামাস জঙ্গিদের খতম করার প্রচেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী। ইজরায়েল গাজায় যে হামলা চালাচ্ছে,নীতিগতভাবে তাতে কোনও ভুল নেই বলেও মন্তব্য করেন কেইর স্টারমের।