বিদেশ

ফের গাজায় মিসাইলহামলা চালাল ইজরায়েল, আকাশপথে হামলা লেবাননেও

ফের উত্তপ্ত ইজরায়েল-প্যালেস্টাইন। গত বুধবার জেরুজালেমের আল-আকসা মসজিদে ঢুকে প্রার্থনাকারীদের নিগ্রহ করার অভিযোগ ওঠে ইজরায়েলি পুলিসের বিরুদ্ধে। এই ঘটনার পরই প্যালেস্টাইন থেকে ইজরায়েলের দিকে ধেয়ে আসে হামাসের রকেট। তার প্রতিক্রিয়া হিসেবেই আকাশপথে আজ, শুক্রবার সকাল থেকেই হামলা চালায় ইজরায়েল। গাজা ও লেবাননের একাধিক জায়গায় এয়ারস্ট্রাইক করে ইজরায়েলি সেনাবাহিনী। যার ফলে আবারও জটিল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলের পরিস্থিতি। ইজরায়েলের হামলার জবাব দিতে দেরি করেনি লেবাননও। ইজরায়েলে পরপর কয়েকটি রকেট হামলা চালায় লেবানিজ জঙ্গি সংগঠনগুলি।  গতকাল হামাসের রকেট হামলার পরই জরুরি বেঠকে বসেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেই বৈঠক শেষে কড়া বিবৃতি জারি করেন ইজরায়েলি প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা আমাদের শত্রুদের প্রতিহত করব এবং তারা তাদের আগ্রাসনের মূল্য চোকাবে’। জেরুজালেমের টেম্পল মাউন্ট ও আল-আকসা মসজিদ নিয়ে ইজরায়েলের সঙ্গে প্যালেস্টাইন তথা আরব বিশ্বের বিবাদ দীর্ঘদিনের। এরআগেও নানা সময় এই অঞ্চলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ইজরায়েল-প্যালেস্টাইন।