৩দিনে পড়ল ইজরায়েল-ইরান সংঘাত ৷ ইজরায়েলের এয়ার ডোম এড়িয়ে বেশ কিছু বাড়ি ধ্বংস করে দিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র ৷ এদিকে রবিবার ওমানের মাসকটে আমেরিকা ও ইরানের পরমাণু চুক্তি নিয়ে বৈঠক করার কথা ছিল, তা গতকালই বাতিল করেছে ইরান ৷ এই অস্থির পরিস্থিতিতে ইরানে থাকা ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূত নাগরিকদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে ভারত সরকার ৷ ইরানে ভারতীয় দূতাবাসের তরফে একটি বিবৃতিতে জারি করে বলা হয়েছে, সবাইকে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে চলার পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্রক ৷ খুব জরুরি প্রয়োজন ছাড়া ইরানের কোথাও যাতায়াত না করার বার্তাও দেওয়া হয়েছে ভারতীয় নাগরিকদের ৷ পাশাপাশি ভারতীয় দূতাবাসের সোশাল মিডিয়া পেজে আপডেট অনুসরণের কথাও জানান হয়েছে ৷ ইরান অবৈধভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করে পরমাণু অস্ত্র তৈরির গোপন চেষ্টা চালাচ্ছে ৷ এই অভিযোগে পুরনো শত্রুতায় ঘি ঢালে ইজরায়েল ৷ শুক্রবার ভোরে ইরানের বেশ কয়েকটি পরমাণু কেন্দ্র এবং সেনাঘাঁটিতে হামলা চালায় ইজরায়েল ৷ তারপরই দু’পক্ষের সামরিক সংঘাত শুরু ৷ এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন, ইজরায়েলের উপর হামলার মোড় কোনওভাবে আমেরিকার দিকে ঘুরলে ইরান ছারখান হয়ে যাবে ৷ সোশাল মিডিয়ায় তিনি লেখেন, “আজকের রাতে ইরানের উপর হামলায় আমেরিকার কোনও ভূমিকা নেই ৷ ইরান যদি আমাদের উপর কোনওভাবে হামলা চালায়, তাহলে আমেরিকার সেনাবাহিনীও তাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে, যা কেউ এর আগে দেখেনি ৷” এরপরই তিনি এই সংঘাত শেষের ইঙ্গিত দিয়ে জানিয়েছেন, “যদিও আমরা সহজেই ইরান ও ইজরায়েলে মধ্যে একটা চুক্তি করিয়ে এই রক্তাক্ত সংঘর্ষে ইতি টানতে পারি ৷” ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সোশাল মিডিয়ায় ইরানের নাগরিকদের সতর্ক করেছে ৷ আইডিএফ-এর সতর্কবার্তা, “এই বার্তা ইরানের নাগরিকদের জন্য ৷ ইরান কোনও সতর্কতা ছাড়াই হামলা চালানোর পথ বেছে নিয়েছে ৷ আমরা নিরপরাধ নাগরিকদের সতর্ক করছি ৷ কারণ, মানুষের জীবন আমাদের কাছে সবার আগে ৷ এটাই আমাদের এবং আমাদের শত্রুর মধ্যে পার্থক্য ৷”


