মহাশূন্যে পাড়ি দিল স্প্যাডেক্স মিশন। সোমবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ভারতের স্প্যাডেক্স মিশনের সফল উৎক্ষেপণ হল। ফলে ভারতের মহাকাশ বিজ্ঞান গবেষণা কেন্দ্র ইসরোর মুকুটে আরও একটি পালক যুক্ত হল। স্প্যাডেক্স মিশনেই রয়েছে চেজার ও টার্গেট স্পেসক্রাফ্ট। মহাকাশে স্পেস ডক পরীক্ষাকে টার্গেট করে এই মিশন এগিয়েছে। এর আগে আমেরিকা, রাশিয়া, চিনএই প্রযুক্তি ব্যবহার করেছে। তালিকায় চতুর্থ হিসাবে নাম উঠল ভারতের। এই প্রযুক্তি আগামী দিনে মহাকাশে মানব অভিযানের ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ। এছাড়া চন্দ্রাভিযানেও এর গুরুত্ব থাকবে। স্পেস স্টেশন তৈরিতেও স্প্যাডেক্স মিশনের ভূমিকা তাৎপর্যবাহী।