রবিবার বৃষ্টির জন্য ভেস্তে যাওয়া ভারত-পাকিস্তান ম্যাচ আজ দুপুর তিনটে থেকে পুনরায় শুরু হওয়ার কথা। যেখানে খেলা বন্ধ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে। ২৪.১ ওভারে ২ উইকেট হারিয়ে ভারতের রান ১৪৭। উইকেটে রয়েছেন বিরাট কোহলি এবং কেএল রাহুল। কিন্তু প্রশ্ন হল, আজও কি পুরো ম্যাচ হবে? নাকি আবার বাঁধ সাধবে আবহাওয়া? কলম্বোর পূর্বাভাস কিন্তু আশানুরূপ নয়। সোমবার ভোর থেকে বৃষ্টি হচ্ছে। রিজার্ভ ডের সকাল সাতটা নাগাদ মুষলধারে বৃষ্টি নামে। আকাশে ঘন মেঘ। আগের দিনের বৃষ্টিতে আউটফিল্ড ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রেমদাসা স্টেডিয়ামের কিছু জায়গা এখনও ভেজা। তারওপর সোমবার সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় মাঠের অবস্থা আরও খারাপ হবে। যার ফলে রিজার্ভ ডেতেও খেলা শুরু হতে দেরী হতে পারে। অথবা সরাসরি ম্যাচ পরিত্যক্ত করে দেওয়া হতে পারে। তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী, নির্ধারিত সময়ই খেলা শুরু হবে। কিন্তু বিকেল ৪টের পরে ৭০-৮০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা। তাই সোমবারও ম্যাচ ভেস্তে যাওয়ারই সম্ভাবনা বেশি। আজ খেলা না হলে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগ হয়ে যাবে। যার ফলে ৩ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে থাকবে পাকিস্তান। ১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকবে ভারত। ভারতের ম্যাচ বাকি শ্রীলঙ্কা এবং বাংলাদেশের সঙ্গে। কিন্তু বৃষ্টির জন্য সেই দুটো ম্যাচও যে ভেস্তে যাবে না তার কোনও গ্যারান্টি নেই। সেক্ষেত্রে সমস্যায় পড়বেন রোহিতরা। বাকি দুই ম্যাচের মধ্যে ভারতকে একটা ম্যাচ জিততেই হবে। শ্রীলঙ্কা এক ম্যাচ জেতায় তিন পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ভারতের ওপরে রয়েছে। তাই আজ ভারত-পাকিস্তান ম্যাচ ওয়াশআউট হয়ে গেলে সমস্যায় পড়বে ভারত।