রায়গঞ্জের বিধায়কের বাড়ি, অফিসে সাত সকালে আয়কর হানা৷ আজ সকালে রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়ি, অফিস সহ তিনটি ঠিকানায় হানা দেয় আয়কর দফতরের একটি দল৷ ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি-র টিকিটে জয়ী হলেও পরে দল বদল করে তৃণমূলে যোগ দেন তিনি৷ খাতায় কলমে অবশ্য এখনও তিনি বিজেপি-তেই আছেন৷ এ দিন সকালেই রায়গঞ্জ শহরে কৃষ্ণ কল্যাণীর অফিসে হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা৷ তাঁদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও৷ যদিও ইডি না আয়কর দফতর, বিধায়কের বাড়ি অফিসে কারা তল্লাশি চালাচ্ছে, প্রথমে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়৷ পরে অবশ্যপরে জানা যায়, ওই অভিযানে রয়েছেন ইডি আধিকারিকেরাও। প্রায় ৪০ জনের একটি দল এই তল্লাশিতে রয়েছেন বলে খবর। এ দিন সকাল আটটা নাগাদ প্রথমে বিধায়কের রায়গঞ্জের বাড়িতে পৌছন তাঁরা। গোটা বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অভিযান চলে বিধায়কের অফিসেও। পাশাপাশি বিধায়কের এক হিসাবরক্ষকের বাড়িতেও হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা। বেনামে বিধায়কের কোনও সম্পত্তি রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন আধিকারিকরা।
প্রসঙ্গত, একুশের বিধানসভা ভোটে বিজেপির হয়ে ভোটে জয় পান কৃষ্ণ কল্যাণী। বিধানসভার রেকর্ড অনুযায়ী, ২০২১ -এর বিধানসভা ভোটে বিজেপির টিকিতে রায়গঞ্জ কেন্দ্র থেকে জেতেন কৃষ্ণ কল্যাণী। কিন্তু তারপর আচমকাই দলবদল করেন কৃষ্ণকল্যাণী। পদ্মফুল থেকে ঘাসফুলে চলে আসেন। ২০২১-এর অক্টোবরেই তৃণমূলে যোগ দেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী।