জেলা ভাইরাল

দিঘায় মন্দির উদ্বোধনের আগেই চাঞ্চল্য, নবনির্মিত জগন্নাথ ঘাটে ভেসে এলো জগন্নাথ দেবের কাঠের মূর্তি

আগামী ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন ঘিরে জোরদার প্রস্তুতি চলছে। রবিবার বিকেল নাগাদ জগন্নাথ মন্দির সংলগ্ন সমুদ্র সৈকতে ভাসমান জগন্নাথ দেবের মূর্তিটিকে প্রথমে দেখতে পান শ্রমিকরা।  জগন্নাথ দেবের মূর্তি ভেসে আসায় দিঘায় উৎসাহী পর্যটকদের মধ্যে সবকিছুকে ঘিরে কৌতূহল বেড়ে চলেছে। জগন্নাথ ধামের উদ্বোধনের আগে এমনভাবে সমুদ্র থেকে জগন্নাথ দেবের কাঠের মূর্তি ভেসে আসাকে অনেকেই এক অলৌকিক ইঙ্গিত বা দৈব সংকেত বলে মনে করছেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এমন ঘটনা ঈশ্বরের উপস্থিতির বার্তা। যে সময়ে মন্দিরের উদ্বোধনের প্রস্তুতি চলছে, আর যে ঘাটে কাজ হচ্ছে সেই ঘাটেই এমনভাবে মূর্তি ভেসে ওঠা সত্যিই অনেক প্রশ্ন এবং ভাবনার জন্ম দিয়েছে। এ দিন বিকালে ওই মাইতি ঘাটের পাশেই আরও একটি ঘাট নির্মাণের কাজ করছিলেন শ্রমিকরা। তখনই সমুদ্রে ভাসতে ভাসতে তটে এসে পড়ে জগন্নাথ দেবের কাঠের মূর্তিটি। যা দেখে রীতিমতো অবাক হয়ে যান কর্মরত শ্রমিকরা। সামনেই মন্দির উদ্বোধন। তার আগে এমন ঘটনায় ভক্তি যেন আরও বেড়েছে তাদের। স্থানীয়দের আবেগ, দর্শনার্থীদের আগ্রহ- সব মিলিয়ে দীঘা এখন যেন এক পবিত্র স্থানের রূপ নিয়েছে বলে মনে করছেন ধর্ম প্রাণ হিন্দুরা।