বিদেশ

চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক ভারতের বিদেশন্ত্রী এস জয়শঙ্করের

কাজাখস্তানের আস্তানায় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনের ফাঁকে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকের পর কেন্দ্রীয় বিদেশমন্ত্রী বলেন, উভয় পক্ষ কূটনৈতিক ও সামরিক চ্যানেলের মাধ্যমে সমস্যা সমাধানের প্রচেষ্টা জোরদার করতে সম্মত হয়েছে। এস জয়শঙ্কর আরও বলেন, প্রকৃত নিয়ন্ত্রণ রেখাকে সম্মান করা এবং সীমান্ত অঞ্চলে শান্তি নিশ্চিত করা জরুরি। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক সংবেদনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধার তিনটি নীতি ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের পথপ্রদর্শক হবে। এর আগে বৃহস্পতিবার দুই নেতা উষ্ণ করমর্দন করেন এবং কিছুক্ষণ কথা বলেন। পরে তারা ক্যামেরার জন্য পোজ দেন। উল্লেখ্য, নয়াদিল্লি প্রথম থেকেই বলে আসছে, সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতাবস্থা দু’দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্কের পূর্বশর্ত। এই আবহে গত মার্চ মাসে, ভারত ও চিন সীমান্তের পশ্চিম সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সম্পূর্ণ ডিসএনগেজমেন্ট অর্জন এবং সমস্যাগুলি সমাধানের উপায় নিয়ে মতবিনিময় করেছিল।